Home চাকুরী ডাচ্‌-বাংলা ব্যাংক নেবে এমটিও, বেতন ৭০,০০০, লাগবে না অভিজ্ঞতা
জানুয়ারি ৪, ২০২৪

ডাচ্‌-বাংলা ব্যাংক নেবে এমটিও, বেতন ৭০,০০০, লাগবে না অভিজ্ঞতা

বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে সফটওয়্যার, ডাটাবেজ ম্যানেজমেন্ট, সিস্টেম অ্যান্ড স্টোরেজ, নেটওয়ার্কিং, এটিএম/ সিআরএম, কার্ডস অপারেশন ও সিকিউরিটি বিভাগে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে।

এই পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/ বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

সমন্বিত ৮ ব্যাংকে বিশাল নিয়োগ, অফিসারের পদ ১৫৯৭

এই পদে নিয়োগ পাওয়ার পর প্রথম এক বছর হবে প্রবেশন কাল। এই সময় মাসিক বেতন হবে ৭০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশন কাল সফলভাবে শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৮০,৮১৫ টাকা।
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *