Home বিনোদন আমাকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার মানুষ কম : লারা লোটাস
ডিসেম্বর ২৭, ২০২৩

আমাকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার মানুষ কম : লারা লোটাস

নাটক ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী লারা লোটাস। ব্যক্তিজীবনে এখনো সিঙ্গেল আছেন এই অভিনেত্রী। যোগ্য কাউকে পেলে শিগগিরই বিয়ে করবেন। তবে তার জীবনসঙ্গী খুঁজে দেওয়ার মানুষ কম বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমে নিজের কাজ ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন লারা । এ সময় তিনি জানান, যোগ্য জীবনসঙ্গী খুঁজে পেলেই বিয়ে করবেন।

লারা লোটাস বলেন, বর্তমানে কারও সঙ্গে সম্পর্কে নেই আমি। একেবারে একাকী জীবনযাপন করি। করোনার সময় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখনো সেটা সম্ভব হয়নি। আসলে যোগ্য জীবনসঙ্গী পাওয়াটা খুব কঠিন।

অভিনেত্রী আরও বলেন, বাবা মারা যাওয়ার পর আমার বড় ভাই এখন পরিবারের অভিভাবক। কিছুদিন আগ পর্যন্ত তিনিও বাবার ওপর নির্ভরশীল ছিলেন। আমার বড় বোন বিদেশে থাকেন। ফলে আমাকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার মানুষ কম। তবে বলে রাখি—ভালো মানুষ পেলে আজ হলে আজই, কাল হলে কালই বিয়ে করব। দেরি করার মধ্যে নেই।
আমাকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার মানুষ কম : লারা লোটাস
ক্ষমা চাইলেন মাহিকে জুতা মারতে চাওয়া তরুণ

চলতি বছরের ২৬ জুলাই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী লারা। বাবা হারোনোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী। তিনি বলেন, বাবা মারা যাওয়ার পর থেকে খুব বিষণ্নতায় ভুগছি, কিছুই ভালো লাগছে না। বাবা মাথার ওপরে ছায়া হয়ে ছিলেন। যে কোনো সিদ্ধান্ত বাবার কাছ থেকে নিতাম। আমাকে কিছুই ভাবতে হতো না। বাবা না থাকায় এখন কোনটা করব আর কোনটা করব না, কোনটা করা উচিত—কিছুই বুঝতে পারছি না। সবসময় একা একা লাগছে। বাধ্য হয়ে ফেসবুকে লাইভে আসি। বন্ধুদের সঙ্গে কথা বলে সময় কাটাই।

নিজের কাজের বিষয়ে লারা লোটাস জানান, ‘ঝড়ের পাখি’, ‘রাঁধিবাড়ি খাইদাই’, ‘কিশোর গ্যাং’ এই তিনটি ধারাবাহিকে কাজ করছেন। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনে প্রতি সপ্তাহে স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি ‘রইল বাকি দশ’ ওয়েব সিরিজে কাজ করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *