Home বানিজ্য স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়ল
ডিসেম্বর ২৬, ২০২৩

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়ল

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি স্বর্ণমুদ্রার দাম পাঁচ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল বুধবার (২৭ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রাগুলোর প্রতিটির দাম ১ লাখ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতোদিন এই স্মারক স্বর্ণমুদ্রা ৯৫ হাজার টাকায় বিক্রি হতো। স্মারক স্বর্ণমুদ্রা তৈরিতে ২২ ক্যারেট অথবা ২১ ক্যারেট স্বর্ণ ব্যবহার করা হয়ে থাকে।

গত ২৩ ডিসেম্বর প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এই দর বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কখনোই এত বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি দেশে।
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়ল
দাম বাড়ল স্বর্ণের, দেশের বাজারে রেকর্ড

২১ ক্যারেটের স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ হাজার ২৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ৬৯৯ টাকা। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৭১৪ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

গত ১৮ ডিসেম্বর রুপার দাম বাড়ায় স্মারক রৌপ্যমুদ্রার দাম এক হাজার টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী-১৯৯৬, বাংলাদেশ ব্যাংক রজত জয়ন্তী-১৯৯৬, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন-১৯৯৮, বাংলাদেশের ৪০তম বিজয় বার্ষিকী, ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১, আইসিসি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ-২০১১, বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১৯১৩-২০১৩, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১, বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং জাতীর গৌরবের প্রতীক পদ্মা সেতু শীর্ষক স্মারক রৌপ্যমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এগুলোর দাম এতদিন ছিল পাঁচ হাজার টাকা। এক হাজার বাড়িয়ে তা ছয় হাজার টাকা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *