Home নির্বাচন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখলে ভোটকেন্দ্র বন্ধ: ইসি হাবিব
ডিসেম্বর ২১, ২০২৩

সন্ত্রাসী কর্মকাণ্ড দেখলে ভোটকেন্দ্র বন্ধ: ইসি হাবিব

খুলনায় নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘প্রার্থীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ভোটারদের জন্য সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যাতে করে সকল ভোটার নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।’

আজ বৃহস্পতিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আরো বলেন, ‘যদি প্রিসাইডিং কর্মকর্তা মনে করেন কোনো সন্ত্রাসী ও পক্ষপাতিত্ব কর্মকাণ্ড আছে, তখন পুলিশকে ডেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। যদি কোনো কারণে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কেন্দ্র বন্ধ করে চলে যাবেন। দু-একটা কিংবা পাঁচটা কেন্দ্র বন্ধ হলে কোনো ব্যাপার না। প্রয়োজনে সেখানে আবার নির্বাচন হবে। কিন্তু কোনো প্রকার ছাড় নয়। এ বিষয়ে আমাদের কাছ থেকে জিরো টলারেন্স।’

ইসি আহসান হাবিব খান বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি অবশ্যই চ্যালেঞ্জের। ভোটারদের উপস্থিতির ব্যাপারে কাজ করবে প্রার্থীরা। আমাদের কাজ সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা।’

এই সভায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *