Home জাতীয় সারাদেশে শিবিরের বিজয় দিবস উদযাপন
ডিসেম্বর ১৭, ২০২৩

সারাদেশে শিবিরের বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ (শনিবার) ১৬ ডিসেম্বর ৫৩তম বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের কবর যিয়ারত, ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্ট, ফ্রী ব্লাড গ্রুপিং, সেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।

কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, যে লক্ষ্যে লাখো শহীদ জীবন বিলিয়ে দিয়েছে তা আজও অর্জিত হয়নি। বরং স্বাধীনতার পর বহুবার গণতন্ত্র, বাক স্বাধীনতা, স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে যা এখন প্রকট আকার ধারণ করেছে। এ সংকট জাতির অগ্রযাত্রাকে থমকে দিয়েছে। বিভেদের রাজনীতি জাতির এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা। বিভেদের রাজনীতি ও অবস্থান এক দিকে যেমন দেশকে পিছিয়ে দিচ্ছে তেমনি আগামীর হাজারো সম্ভাবনাকে ধ্বংস করছে। পক্ষ-বিপক্ষের ধোয়া তুলে প্রকৃত পক্ষে আমাদেরকে এক গভীর অনিশ্চিয়তার দিকে ঠেলে দিচ্ছে। এগুলো সরাসরি জাতি বিনাশী তৎপরতা। অথচ আমাদের এই দেশ মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ ও মেধার দিক দিয়ে অপার সম্ভাবনায় ভরপুর। দেশের শান্তিকামী মানুষ বিভক্তি নয় ঐক্য দেখতে চায়।

সুতরাং অনেক হয়েছে আর নয়। অবিলম্বে বিভেদের রাজনীতিকে পুঁজি করে ফায়দা হাসিল বন্ধ করতে হবে। দেশপ্রেম কথায় সীমাবদ্ধ না রেখে কাজে পরিণত করতে হবে।

আমরা বিশ্বাস করি, এ জাতি অবশ্যই উন্নতির শিখরে অবস্থান করবে। আর উন্নতির পথে প্রধান নিয়ামক হবে ঐক্যের শক্তি। রক্তে অর্জিত মহান বিজয়কে অর্থবহ করতে ছাত্রশিবির সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *