Home অপরাধ বিজিবির অভিযানে চোলাই মদসহ আটক ১
ডিসেম্বর ১৪, ২০২৩

বিজিবির অভিযানে চোলাই মদসহ আটক ১

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১২.৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা।

গতকাল সকালে জোরারগঞ্জ থানার অন্তর্গত বিজিবি চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদকব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম (৩২) খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার উত্তর গর্জনতলীর মৃত সুলতান ইসলামের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লার চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ১২.৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত চোলাই মদসহ আটক মাদক ব্যবসায়ীকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *