Home বিশ্ব জম্মু-কাশ্মীর নিয়ে নতুন সিদ্ধান্ত দিল ভারতের সুপ্রিম কোর্ট
ডিসেম্বর ১১, ২০২৩

জম্মু-কাশ্মীর নিয়ে নতুন সিদ্ধান্ত দিল ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার ওই সিদ্ধান্ত ‘অসাংবিধানিক’ নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

এ রায় অনুযায়ী, জম্মু এবং কাশ্মীরে আগামী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে বিধানসভা নির্বাচনের নির্দেশ দিয়েছেন আদালত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির ওই সাংবিধানিক বেঞ্চ জানায়, সংবিধানের ৩৭০ ধারা মেনে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ‘অস্থায়ী’ ছিল। রাষ্ট্রপতি শাসনকালে ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়টিও নিয়মবহির্ভূত নয় বলে মন্তব্য করেন আদালত। প্রধান বিচারপতি ছাড়াও ওই বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কিসান কল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত।

এর আগে, ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী, জম্মু ও কাশ্মীর কিছু বিশেষ সুবিধা ভোগ করত। ২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করে জম্মু ও কাশ্মীরের সেই বিশেষ মর্যাদা কেড়ে নেয় কেন্দ্রীয় সরকার।‌ সাবেক জম্মু-কাশ্মীর রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখে ভাগ করা হয়।

কেন্দ্রের এমন পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অনেক মামলা হয়। সেগুলোকে একত্র করে শীর্ষ আদালতে শুনানি শুরু হয় গত ২ জুলাই। ৫ সেপ্টেম্বর এ বিষয়ে রায় দেওয়া স্থগিত রাখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এরই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সোমবার (১১ ডিসেম্বর) রায় শুনিয়েছে।

জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা পেলেও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই থাকছে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে মনে করে না সুপ্রিম কোর্ট।

তিনি আরও বলেন, ‘অনুচ্ছেদ ৩৭০-এর মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা আসলে একটি অস্থায়ী ব্যবস্থা। নিতান্তই সাময়িকভাবে তা প্রয়োগ করা হয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *