গাঁজার বস্তা পড়েছিল রামগড় বাসস্ট্যান্ডে
তাজু কান্তি দে,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
বাসস্ট্যান্ডে সামনে পড়ে থাকা দুটি বস্তা দেখে সন্দেহ হয়েছিল কাউন্টারের লোকজনের। বস্তা খুলে পাওয়া গেছে ১০ কেজি গাঁজা। তবে কে বা কারা গাঁজাগুলো এনে রেখেছিল তা জানা যায়নি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) খাগড়ছড়ির রামগড় বাজারের রামগড়-ফেনী বাস স্ট্যান্ডের শান্তি পরিবহনের কাউন্টারের সামনে থেকে গাঁজাগুলো উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।রামগড় থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তারেক বলেন, গাঁজার বস্তাগুলো পাচারের উদ্দেশ্যে বাস কাউন্টারে আনা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টেয় পেয়ে গাঁজাসহ বস্তা রেখে পাচারকারীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।