Home অপরাধ যাত্রাবাড়ীতে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ডিসেম্বর ৩, ২০২৩

যাত্রাবাড়ীতে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ও মাইক্রোবাসসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোহাম্মদ নূর।

গতকাল শনিবার যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি মাইক্রোবাসে করে ইয়াবা নিয়ে যাত্রাবাড়ীর মাতুয়াইলের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি রেখে পালানোর সময় মোহম্মদ নূরকে গ্রেফতার করা হয়। এরপর মাইক্রোবাসটি তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *