Home শিক্ষা-ক্যাম্পাস শিক্ষক সমিতির চাপে বন্ধ থাকা সিন্ডিকেট সভা ১০ ডিসেম্বর আয়োজনের ঘোষণা জবি উপাচার্যের
শিক্ষক সমিতির চাপে বন্ধ থাকা সিন্ডিকেট সভা ১০ ডিসেম্বর আয়োজনের ঘোষণা জবি উপাচার্যের
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি:
গত ২৯ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯৩ তম সিন্ডিকেট সভা আহবান করেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ক্রমাগত চাপের কারণে পরে তা স্থগিত করতে হয়েছিল। দীর্ঘদিন ধরে সিন্ডিকেট সভা না হওয়ায় শিক্ষকদের পদোন্নতি, ৬৭ জন কর্মচারীর নিয়োগসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
অভিযোগ ছিল, নির্দিষ্ট একটি বিভাগের নিজেদের পছন্দের শিক্ষকের পদোন্নতির সময় কিছুদিন পরে হবে এজন্য শিক্ষক সমিতি কর্তৃক চাপ প্রয়োগ করে সিন্ডিকেট সভাটি বন্ধ করা হয়েছিল। সিন্ডিকেট সভা নিয়ে চাপ প্রয়োগের অভিযোগ তুলে প্রয়াত উপাচার্যের মেয়ে তার “বাবাকে শিক্ষক সমিতি জীবিত থাকা অবস্থায় মেরে ফেলেছেন” বলেও অভিযোগ করেছেন।
তবে এতকিছুর মধ্যেই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম যোগ দিয়েই নতুন সিন্ডিকেট সভা আয়োজনের ঘোষণা দিয়েছেন। কারো জন্য অপেক্ষা নয়, বরং নির্দিষ্ট সময়েই এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বর এই সিন্ডিকেট সভা আয়োজনের সিদ্ধান্তঃ নেয়া হয়েছে। নতুন উপাচার্য ইতিমধ্যেই আগামী ১০ ডিসেম্বর সিন্ডিকেট সভা আয়োজনে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
শনিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে জবি সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ে সকল কাজে গতিশীলতা আনতে ইতিমধ্যেই সিন্ডিকেট সভা আয়োজনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সিন্ডিকেট সভার তারিখও ঠিক করে দিয়েছি। নির্দিষ্ট সময়েই এই সভা অনুষ্ঠিত হবে।
এ সময় সাংবাদিক সমিতির আহবায়ক এমএ সাঈদ চৌধুরী, সদস্য সচিব অপূর্ব চৌধুরী সহ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।