Home রাজনীতি বিএনপির চিঠি কোনো কাজে আসবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নভেম্বর ২৩, ২০২৩

বিএনপির চিঠি কোনো কাজে আসবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের কোথাও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার সিলেটে ব্যক্তিগত সফরে এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ চায় না। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আছে, তারা ভোট দিতে চায়।

বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির দেওয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেনম, এ রকম চিঠি তো তারা অনেক দিয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার-পাউন্ড খরচ করেছে। এগুলো অতীতে কোনো কাজে আসেনি, ভবিষ্যতেও কাজে আসবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গত বুধবার রাতে ব্যক্তিগত সফরে রেলপথে সিলেট আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *