আওয়ামী লীগের সঙ্গে জোট করতে চান রওশন এরশাদ
আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচন করবে জাতীয় পার্টি (জাপা)। শনিবার (১৮ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে পাঠানো চিঠিতে তা জানিয়েছেন জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
চিঠিতে তিনি বলেন, জাপার প্রার্থীরা লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নেবে। কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটবদ্ধ হয়ে ভোটে অংশ নেবে।
জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু পৃথক চিঠিতে সিইসিকে জানিয়েছেন, দলের মনোনীত প্রার্থীদের লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়ার ক্ষমতা একমাত্র দলের চেয়ারম্যান জি এম কাদেরের থাকবে। চিঠিতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও নমুনা স্বাক্ষরের বিষয়ে সিইসিকে জানানো হয়েছে।