তিন সচিবের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল
বাংলাদেশের তিন মন্ত্রণালয়ের তিন সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের শ্রম অধিকারবিষয়ক প্রতিনিধিদলের সদস্যরা।
আজ বুধবার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠকে বসেন তারা।
বৈঠকে অংশ নেওয়া তিন সচিবের মধ্যে রয়েছেন- পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং শ্রম ও কর্মসংস্থান সচিব এহসান ই ইলাহী।
ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।
গত ১২ নভেম্বর পাঁচ দিনের সফরে ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল। বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি দেখতেই মূলত ঢাকায় আসেন তারা। ঢাকা সফরকালে শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, শিশুশ্রম বিলোপ এবং শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানা বিষয়ে আলোচনা করেন তারা।