দেখে নিন বিশ্বকাপের সেমিফাইনালের সূচি
রোববার ভারত-নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপপর্বের লড়াই। এরপর দুইদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে সেমির লড়াই। ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবার দলগুলোর সামনে শেষ চারের বাধা কাটিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জায়গা করে নেওয়ার মিশন।
এখন পর্যন্ত খেলা আট ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১৬ পয়েন্ট ভারতের। আজ নেদারল্যান্ডসকে হারাতে পারলে ১৮ পয়েন্ট হবে রোহিত শর্মাদের। এর আগেই গ্রুপ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিশ্চিত করেছে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ৯ ম্যাচের সবগুলো খেলে ১৪ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রান রেটের বিচারে এগিয়ে থাকায় প্রোটিয়ারা দ্বিতীয় হয়েছে। অজিরা পেয়েছে তৃতীয় স্থান। নিউজিল্যান্ড ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিতে উঠেছে।
প্রথম সেমিফাইনালে পয়েন্ট তালিকার প্রথম দল ভারত মুখোমুখি হবে চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের। ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর। পরদিন কলকাতায় দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া পরস্পরকে মোকাবিলা করবে দ্বিতীয় সেমিতে।
আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে সেমিফাইনাল জেতা দুই দল।