এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা কতো পাবে?
ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর চলছে। আসরের শুরু থেকেই ধারাবাহিক ক্রিকেট খেলে যাচ্ছে ভারত। টানা ৮ ম্যাচে জিতে সবার আগেই সেমিফাইনালে নিশ্চিত করে বিরাট কেহলিরা। আজ গ্রুপর্বের শেষ ম্যাচে ভারত খেলেছে ডাচদের বিপক্ষে।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ভারত। সেই ম্যাচে ভারত হেরে গেলে পাবে ৮ লাখ ডলার। সেমিফাইনাল থেকে বিদায় নিলেও রোহিতরা আইসিসির কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা পাবে।
তবে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল ফাইনালে উঠলে পাবে ২০ লাখ ডলার। আর যারা বিশ্বকাপ জিতবে তারা পাবে ৪০ লাখ ডলার। ভারত চ্যাম্পিয়ন হতে পারলে পুরস্কার মূল্য হিসেবে আইসিসির কাছ থেকে পাবে মোট ৩৬ কোটি ৩২ লাখ টাকা।