সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
জনাব মুক্তা ধর পিপিএম(বার), মাননীয় পুলিশ সুপার, খাগড়াছড়ি মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ, রামগড় থানা সাহেবের সার্বিক তত্বাবধানে রামগড় থানার এসআই(নিঃ)/মোঃ সামছুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ০৫/১১/২০২৩খ্রিঃ তারিখ রাত ০১.১৫ ঘটিকায় রামগড় থানাধীন থলিবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসটি-১৫৭/২০১৯, জিআর- ৯৪/২০১৯ (রামগড়), এবং রামগড় থানার মামলা নং- ০২ তারিখ- ১১/০৩/২০১৯ খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর সারণি ১০(ক) সংক্রান্তে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা জরিমানা, অনাদায়ে আরো ০১ মাসে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা প্রাপ্ত পলাতক আসামী ০১। মোঃ আলাউদ্দিন (৪৩), পিতা- মোঃ আবুল কাশেম, মাতা- সেতারা বেগম, গ্রাম- উত্তর গর্জনতলী, ০৩নং ওয়ার্ড, রামগড়, পৌরসভা, থানা-রামগড়, জেলা- খাগড়াছড়িকে তাহার থলিবাড়ী শ্বশুরালয় হইতে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে। থানা এলাকা আরো অভিযান অব্যাহত আছে।