বাড়ির পাশেই রাখা ছিল বাস, আগুন দিলো দুর্বৃত্তরা
নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১ নভেম্বর) দিনগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া হিরন এন্টারপ্রাইজ নামে বাসটি রাতে ওই বাসস্ট্যান্ডে রাখা ছিল।
বাস মালিক হিরন মিয়া জানান, অবরোধের কারণে বাস বন্ধ রাখা ছিল। বুধবার রাতে বাড়ির পাশে বাসস্ট্যানে রাখা হয়েছিল বাসটি। কিন্তু রাতে কে বা কারা যেন বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে রাতেই ফায়ার সার্ভিস লোকজনকে খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।