Home সারাদেশ জবি নীলদলের অনুষদভিত্তিক কমিটি গঠন 
নভেম্বর ১, ২০২৩

জবি নীলদলের অনুষদভিত্তিক কমিটি গঠন 

তৌকির আহমেদ, জবি প্রতিনিধি: বাঙালি জাতীয়তাবাদ, বঙ্গবন্ধুর আদর্শ, অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রগতিশীল শিক্ষকবৃন্দের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল’ এর অনুষদভিত্তিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নীলদলের সাধারণ সভায় ছয়টি অনুষদ এবং ইনস্টিটিউটের আহবায়ক কমিটি গঠন করা হয়।
বুধবার (০১ নভেম্বর) জবি নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নীল দলের অনুষদ কমিটির একজনকে আহবায়ক এবং একজনকে সদস্য সচিব করে মোট ৪৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
দর্শন বিভাগের অধ্যাপক ড. জি. এম. তারিকুল ইসলামকে আহবায়ক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিয়ার রহমানকে সদস্য সচিব মনোনীত করে কলা অনুষদের কমিটি গঠন করা হয়েছে। কলা অনুষদের কমিটিতে সদস্য (বিভাগীয় প্রতিনিধি) হিসেবে আছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাত আরা সোহেলী, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল মান্না হাওলাদার,ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আকরামুজ্জামান, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এ. জি. এম. সাদিদ জাহান,সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক কৃপাকণা তালুকদার, চারুকলা বিভাগের প্রভাষক মো. রাসেল রানা, বাংলা বিভাগের প্রভাষক সানজীদা মাসুদ এবং একই বিভাগের প্রভাষক সোনিয়া পারভীন।
সামাজিক বিজ্ঞান অনুষদের আহবায়ক নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাওলী মাহবুব এবং সদস্য সচিব লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহফুজ। সদস্য হিসেবে আছেন সমাজবিজ্ঞান বিভাগের ড. আয়েশা সিদ্দিকা ডেইজী, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মিফিতাহুল বারী,সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক পার্থ সারথী মোহন্ত,অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শেখ আবু রাইহান সিদ্দিকী।
আইন অনুষদের আহবায়ক আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ এবং সদস্য সচিব আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। সদস্য হিসেবে আছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের প্রভাষক হামিদা সুলতানা স্মৃতি।
বিজ্ঞান অনুষদের কমিটিতে রসায়ন বিভাগের আব্দুস সামাদ আহবায়ক এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন রয়েছেন৷ সদস্য হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস, গণিত বিভাগের অধ্যাপক ড. শরাবন তোহুরা,পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আর্নিশা আখতার আছেন।
লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ কমিটির আহবায়ক অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আরিফউল ইসলাম এবং সদস্য সচিব প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনির্বাণ সরকার। সদস্য হিসেবে আছেন ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. এ. জেড. এম. রুহুল মোমেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিগার সুলতানা ও ড. শবনম শারমিন লুনা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীন মোল্লা, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক আল-হাকিম।
বিজনেস স্টাডিজ অনুষদের কমিটিতে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির উদ্দিন আরিফ আহবায়ক এবং ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার রয়েছেন সদস্য সচিব হিসেবে। সদস্য সচিব মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিন সুলতানা ও ড. মো. ফারিজুল ইসলাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক রাবিতা সাবাহ এবং ফিন্যাস বিভাগের সহকারী অধ্যাপক সোনিয়া মুনমুন রয়েছেন।
এছাড়া ইন্সটিটিউট কমিটির আহবায়ক হিসেবে আধুনিক ভাষা ইন্সটিটিউটের অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকার এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক মো. শাহনেওয়াজ খান চন্দন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন৷ একমাত্র সদস্য হিসেবে আছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক মো. মতিয়ার রহমান।
এ বিষয়ে জবি নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ বলেন, বিগত ৪-৫ বছর ধরে নীলদলের অনুষদভিত্তিক আহবায়ক কমিটি গঠন করা হচ্ছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য এবং সামনে জাতীয় নির্বাচনে নীলদলের যতটুকু কাজ করার সুযোগ আছে সেটি ভালোভাবে করার জন্য মূলত এখন এই কমিটিগুলো করা হয়েছে। যার ফলে প্রগতিশীল শক্তিকে সমুন্নত রাখার পাশাপাশি অসাম্প্রদায়িক আদর্শকে গতিশীল করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *