Home খেলা অবশেষে মুখ খুললেন মিরাজ
নভেম্বর ১, ২০২৩

অবশেষে মুখ খুললেন মিরাজ

মেহেসি হাসান মিরাজের এক সেঞ্চুরি যেন অভিশাপ ডেকে এনেছে বাংলাদেশ ক্রিকেট দলে। স্পিন অলরাউন্ডারের কাছ থেকে আরও কিছু পেতে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ব্যাটিং লাইনআপ নিয়ে ছেলেখেলা করেছে টিম ম্যানেজমেন্ট। এরই নেতিবাচক প্রভাবে বিশ্বমমঞ্চে টানা ছয় হার এখন দলের সঙ্গী। সর্বনাশ হয়ে যাওয়ার পর অবশেষে মুখ খুললেন মিরাজ।

ব্যাটিংয়ে সাত বা আট নম্বরের ব্যাটার মিরাজ, যিনি এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। সেই থেকে টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপে তাকে নিয়ে ব্যাটিংয়ে বাজি খেলছে। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত মিরাজকে পাঁচটি ভিন্ন পজিশনে ব্যাটিংয়ে নামানো হয়েছে। যা মোটেও পছন্দ হচ্ছে না টাইগার অলরাউন্ডারের।

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের কাছে হারের পর মিরাজ বলেছেন, ‘দেখুন আমি সবসময় মিডল অর্ডারে ব্যাট করতে চাই। আমি টিম কম্বিনেশনের জন্য বিভিন্ন পজিশনে খেলছি এবং অবশ্যই এটি আমার জন্য কঠিন হয়ে পড়ে। কারণ আপনাকে দেখতে হবে গত সাত বছর ধরে আমি নিচের দিকে ব্যাট করেছি। আমি জানি, কীভাবে সেই পজিশনে খেলতে হয়।’

মিরাজ আরও বলেছেন, ‘আমি পরের ম্যাচে কোথায় ব্যাট করব তা সম্পূর্ণভাবে টিম কম্বিনেশনের ওপর নির্ভর করে এবং খেলার আগে, টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে যে কে কোথায় ব্যাট করবে। এসব করা হচ্ছে দলের স্বার্থে। যে খেলতে পারে, তাকে সুযোগ দেওয়া হবে। এটা ঠিক যে আমরা ক্লিক করছি না এবং আমরা কাউকে দোষ দিতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *