Home বিনোদন ভিকি-সারার ‘জারা হাটকে জারা বাচকে’র পোস্টার ট্রেলার নিয়ে ভক্তের উচ্ছ্বাস
মে ১৬, ২০২৩

ভিকি-সারার ‘জারা হাটকে জারা বাচকে’র পোস্টার ট্রেলার নিয়ে ভক্তের উচ্ছ্বাস

অবশেষে ভিকির জন্মদিনের আগে প্রকাশ্যে এলো ‘জারা হাটকে জারা বাচকে’। আগামী ২ জুন মুক্তি পাবে ছবিটি। বড়পর্দায় জুটি বেঁধেছেন সারা আলি খান ও ভিকি কৌশল। যদিও এ খবর বহুদিন আগেই প্রকাশ্যে এসেছিল; কিন্তু জানা যায়নি এই ছবির নাম। মাঝে শোনা যাচ্ছিল ছবির নাম ‘লুকা ছুপি’ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *