Home সারাদেশ ২২ বছর পর হারানো মায়ের দেখা পেলো শিল্পী
অক্টোবর ২৫, ২০২৩

২২ বছর পর হারানো মায়ের দেখা পেলো শিল্পী

আল মামুন,তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা গ্রামের আঃ রাজ্জাকের স্ত্রী সমলা বেগম (৪২) মানসিক রোগে আক্রান্ত হয়ে বিগত ২২ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যায। তখন এক মাত্র কন্যা শিল্পী বেগমের বয়স ছিল ৬ মাস। সমলা বেগমের একমাত্র মেয়ে শিল্পী বেগমের দাদা দাদী লালন পালন করে বাড়ির পাশেই বিয়ে দেয়। বর্তমানে শিল্পী বেগম ৩ সন্তানের জননী। তার স্বামী ঢাকা শহরে সিএনজি চালক।
গত শুক্রবার ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার আপন ঘর ফাউন্ডেশন নামক সংস্থার সুপার ভাইজার হাফেজ মোঃ আব্দুল হান্নান দৈনিক মানবজমিন পত্রিকার তারাকান্দা প্রতিনিধি রফিক বিশ্বাস কে জানান,২০০৪ সনে ঢাকা শহরে পাওয়া মানসিক প্রতিবন্ধি ওই মহিলাকে পেযে চিকিৎসা সেবা দিলে কিছুটা সুস্থ করে। তখন তার নাম সমলা বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোয়াতলা বলে জানান। পরে সাংবাদিক রফিক বিশ্বাস সরেজমিন ঘুরে গোয়াতলা গ্রামে তার মেয়ে শিল্পী বেগমের খোজ পান। সমলা বেগম হারিয়ে যাওয়ার সময় তার মেয়ের বয়স ৬ মাস থাকায় তার মাকে চিনতে পারেনি। সমলার চাচাতো ভাই আবুল মুনসুর ৬০) ও প্রতিবেশীরা সমলার ছবি দেখে ও ভিডিও কলে কথা বলে সমলাকে সনাক্ত করে।সমলার মেযে শিল্পী বেগম জানান, তার স্বামী ও তার বাবা আঃ রেজাকের সাথে আলাপ আলোচনা করে তার মাকে আনতে যাবে।
সমলা বেগম ও তার স্বামী গত সোমবার কেরানীগঞ্জ আপন ঘর ফাউন্ডেশন যান এবং কেরানিগন্জ মডেল থানা পুলিশের মাধ্যমে তার মা সমলা বেগমকে হেফাজতে নিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *