কত অক্টোবর আসবে যাবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অক্টোবর মাস শেষ। এরকম কত অক্টোবর আসবে যাবে, দেখা যাবে কারা ক্ষমতায় থাকে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘৪০ দল নিয়ে নাকি বিএনপি ২৮ তারিখ মাঠে নামবে। কতো যে দল। তারা নাকি রাষ্ট্র মেরামত করবে। আরে মেরামত করেছেন তো শেখ হাসিনা, আর আপনার ধ্বংস করেছেন। রাষ্ট্রকে আপনারা মেরামত করবেন, এটা শুনলে ঘোড়াও ডিম পাড়ে।’
তিনি বলেন, ‘আমরা কতো লড়াই-সংগ্রাম করে এখানে এসেছি। এখন বন্দুকের নল যাদের ক্ষমতার উৎস, তারা আমাদের ক্ষমতা থেকে হটানোর ভয় দেখায়। বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লড়াই করছে। প্রহসনের নির্বাচন করেছিল, ১ কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল। যারা গণতন্ত্রকে গলাটিপে মেরেছে, তারা এখন গণতন্ত্রের জন্য লড়াই করছে, এমন কথা বলতে লজ্জাও করে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দিনক্ষণ দিয়ে পৃথিবীর কোনো দেশে আন্দোলন হয় না। আমাদের দেশেও দিনক্ষণ দিয়ে ৬৯ এর আন্দোলন হয়নি, ৯০ এর আন্দোলনও হয়নি। দিনক্ষণ দিয়ে যারা বার বার আন্দোলনের ডাক দেয় তাদের আন্দোলন খাদের মধ্যেই পড়ে।’