Home বিশ্ব দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে ইসরাইলি বিমান হামলা
4 weeks ago

দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে ইসরাইলি বিমান হামলা

দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার (২৩ মার্চ) রাতে চালানো এ হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।  এছাড়া বিমান হামলার ফলে হাসপাতালটিতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিস শহরের নাসের হাসপাতালের সার্জিক্যাল ভবনে আঘাত হানে ইসরাইলি বোমা।

ইসরাইলি সেনাবাহিনী হাসপাতালে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, সেখানে কর্মরত একজন হামাস সদস্যকে আঘাত করা হয়েছে।এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করার অভিযোগ তুলে বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছে ইসরাইল।

গাজার আশেপাশের অন্যান্য চিকিৎসাব্যবস্থার মতো ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও অভিযানে নাসের হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

প্রসঙ্গত,  ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।  এর প্রতিবাদে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। কিন্তু যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের বিমান হামলা শুরু করে আইডিএফ।  মঙ্গলবার থেকে শুরু করা এই হামলায় কয়েক ডজন হামাস সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *