Home বিশ্ব গাজায় পুনরায় গাজায় কার্যকরে প্রতিজ্ঞাবন্ধ তুরস্ক: এরদোগান
মার্চ ১৯, ২০২৫

গাজায় পুনরায় গাজায় কার্যকরে প্রতিজ্ঞাবন্ধ তুরস্ক: এরদোগান

গাজায় ইসরাইলি ‘গণহত্যা’ বন্ধ ও যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধি করবে। মঙ্গলবার (১৮ মার্চ) এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।

গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে ভয়াবহ ইসরাইলি হামলা চালানোর জন্য তেল আবিবকে ‘সন্ত্রাসী’ রাষ্ট্রের আখ্যা দেন এরদোগান।

তিনি বলেন, চার শতাধিক ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করা অপরাধীরা রক্তের প্রতিটি ফোঁটার জন্য জবাবদিহি করবে।

তিনি আরও বলেন, ‘গত রাতে গাজায় নৃশংস হামলা চালিয়ে ইহুদিবাদী সরকার আবারও দেখিয়েছে যে এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র যারা নিরীহদের রক্ত, জীবন এবং অশ্রু খায়। ’

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘যারা এই অঞ্চলকে  রক্ত, অশ্রু এবং নিপীড়নে ডুবিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে তুরস্ক দৃঢ়ভাবে দাঁড়াবে। ’

প্রসঙ্গত, যুদ্ধবিরতি ভেঙে গাজায় মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সবশেষ ৪০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এছাড়া ভয়াবহ এ হামলায় আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *