Home বিশ্ব ট্রাম্প প্রশাসনের অধীনে ইউএসএআইডির ৮৩% চুক্তি বাতিল
মার্চ ১১, ২০২৫

ট্রাম্প প্রশাসনের অধীনে ইউএসএআইডির ৮৩% চুক্তি বাতিল

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর কার্যক্রম ব্যাপকভাবে কমিয়ে এনেছে, ছয় সপ্তাহের পর্যালোচনার পর সংস্থাটির ৮৩% কর্মসূচি বাতিল করা হয়েছে।  প্রশাসনে ব্যয় কমানো এবং অপ্রয়োজনীয় খরচ হ্রাস করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ৫ হাজার ২০০টি চুক্তি বাতিল করা হয়েছে, যার মোট মূল্য কয়েক বিলিয়ন ডলার।  তিনি দাবি করেন, কিছু কর্মসূচি মার্কিন জাতীয় স্বার্থের ক্ষতি করছিল। ত বে তিনি নির্দিষ্ট করে জানাননি কোন কোন প্রকল্প বাতিল হয়েছে।  অবশিষ্ট ১ হাজার প্রকল্প আরও দক্ষতার সঙ্গে পররাষ্ট্র দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হবে, যেখানে কংগ্রেসেরও ভূমিকা থাকবে।

রুবিও তার বক্তব্যে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ( (ডিওজিই)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যার নেতৃত্বে রয়েছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক। সরকারি ব্যয় কমানোর পক্ষে প্রচারণা চালানো মাস্ক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘কঠিন হলেও প্রয়োজনীয় সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ অংশগুলো বরাবরই পররাষ্ট্র দপ্তরের অধীনে থাকা উচিত ছিল।’

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের পরপরই ৯০ দিনের জন্য বৈদেশিক সাহায্য স্থগিত করা হয়, যা ইউএসএআইডির কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই স্থগিতাদেশের কারণে বৈশ্বিক মানবিক সহায়তা যেমন খাদ্য ও চিকিৎসা সরবরাহে বাধা সৃষ্টি হয়েছে, পাশাপাশি হাজারো কর্মী ছাঁটাই বা বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একসময় ১০,০০০-এর বেশি কর্মী থাকা ইউএসএআইডি এখন মাত্র ৩০০-এর কম কর্মী নিয়ে টিকে থাকার আশঙ্কায় রয়েছে।

এদিকে, শত শত মার্কিন কূটনীতিক এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তারা সতর্ক করেছেন, বৈদেশিক সাহায্য বন্ধের ফলে মিত্রদের সঙ্গে সম্পর্ক দুর্বল হতে পারে এবং প্রতিপক্ষ দেশগুলো তাদের প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *