Home বিনোদন মিথিলাকে নিয়ে গুঞ্জনের মাঝেই প্রাক্তনকে বুকে নিয়ে সৃজিতের পোস্ট
18 hours ago

মিথিলাকে নিয়ে গুঞ্জনের মাঝেই প্রাক্তনকে বুকে নিয়ে সৃজিতের পোস্ট

রাফিয়াত রশিদ মিথিলার আগে একাধিক নারী এসেছে টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের জীবনে। তাদের একজন অভিনেত্রী ঋতাভরী। বছর কয়েক আগেই ইতি ঘটে সে সম্পর্কের। এদিকে আজকাল মিথিলার সঙ্গে নির্মাতার টানপোড়েনের জোর গুঞ্জন। প্রাক্তন ঋতাভরীকে বুকে আগলে ছবি প্রকাশ করে সে গুঞ্জন যেন আরও উসকে দিলেন পরিচালক।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন সৃজিত। সেখানে দেখা গেছে ঋতাভরীকে নির্মাতার বুকে মাথা রেখেছেন। এভাবেই নিজেদের সেলফিবন্দি করেছেন নির্মাতা। ক্যাপশানে সাহিত্যিক ভাষায় সৃজিত লিখেছেন, ‘জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছ?’

Srijit.1

সৃজিত মুখোপাধ্যায় ও ঋতাভরী।

চার বছর আগে ভালোবেসে বিয়ে করে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে সংসার পাতেন সৃজিত। বিয়ের পরই একমাত্র মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হন মিথিলা। কিন্তু সেসব এখন অতীত। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। এমনকি কলকাতায়ও খুব একটা যান না তিনি।

Srijit.2

রাফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখোপাধ্যায়।

এর ফলে সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। শোনা যায় তাদের নিয়ে বিচ্ছেদ চর্চাও। যদিও এ বিষয়গুলোকে শুধু গুঞ্জন বলেই উড়িয়েছেন তারা। কিন্তু সৃজিতের সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট ইঙ্গিত দিল অনেক কিছুর।

সেই পোস্টে টালিউড অভিনেত্রী ঋতাভরীকে নিয়ে একটি ছবি ভাগ করেন সৃজিত। বলে রাখা ভালো, একটা সময়ে অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে চলেছে জোর জল্পনা। আবার ঋতাভরীর গেল জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল। কেক খাওয়ানো থেকে দুজনের একসঙ্গে ছবি তোলা- বাদ যায়নি কিছুই।

কিন্তু এখন প্রশ্ন, হঠাৎ ‘প্রাক্তন’ ঋতাভরীকে নিয় কেন এই পোস্ট করলেন সৃজিত! কোন জমাখরচ, হিসেব-নিকেশের কথা বলতে চাইলেন তিনি! বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে আছেন তাদের অনুরাগীরা, যদিও কারণ স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *