Home সারাদেশ নলছিটিতে পারিবারিক পুষ্টিবাগান বিষয়ে কৃষক-কৃষানীদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
1 day ago

নলছিটিতে পারিবারিক পুষ্টিবাগান বিষয়ে কৃষক-কৃষানীদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওয়তায় দুই দিন ব্যাপী কৃষক কৃষানীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার ত্রিশজন কৃষক কৃষাণীদেরকে দুই দিনের প্রশিক্ষন শেষে আমগাছ,জামরুল ও পেয়ারার চারাগাছ প্রদান করা হয়।
এতে ঘরের পাশের অনাবাদি জমিতে শাকসবজি চাষ,ফলদ বৃক্ষ চাষের বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় কৃষকদের মাঝে তুলে ধরা হয়।যাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় কৃষিতে স্বনির্ভরতা তৈরি হয়।পারিবারিক সবজি বাগান বা পুষ্টি বাগানে প্রতিটি পরিবার উদ্বুদ্ধ হলেই নিজেরাই উৎপাদনের মাধ্যমে পরিবারটির সবজির চাহিদা নিজেরাই পুরন করতে পারলে বাজারের উপরেও বারতি চাপ কমানো সম্ভব।এতে বাজারেও পণ্যের বারতি দাম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।সে লক্ষ্যে পতিত জমির প্রকার ভেদে আনারস,বিভিন্ন ফলের বাগান,বিভিন্ন প্রকার সবজির চাষে গুরুত্ব আরোপ করে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে কৃষক কৃষাণীদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো:মোস্তাফিজুর রহমান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অহিদুল ইসলাম সহ উপ সহকারী কৃষি কর্মকর্তাগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *