Home বিশ্ব হামাসের সঙ্গে চুক্তিতে মরিয়া ইসরাইল, যা বললেন গোল্ডবার্গ
2 days ago

হামাসের সঙ্গে চুক্তিতে মরিয়া ইসরাইল, যা বললেন গোল্ডবার্গ

সম্প্রতি হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর, গাজা উপত্যকা থেকে দ্রুতই নিজেদের সেনা প্রত্যাহারের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইল।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোও জানিয়েছে, ইসরাইল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির ৯০ শতাংশ বিবরণ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে।

এমন প্রেক্ষাপটে ইসরাইলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে বলেছেন, একটি যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে ‘বাস্তব আশা’ রয়েছে। যা হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থির হতে চলেছে। তবে এটি হামাসের চেয়ে ইসরাইলের অবস্থানের সঙ্গে বেশি সম্পর্কিত।

গোল্ডবার্গ বলেন, ‘আমার মনে হয়, নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কিছু করে দেখানোর একটা চাপ কাজ করছে ইসরাইলের ওপর। তবে হামাসের ওপর কোনোরকম চাপ নেই। কেননা যুদ্ধ শুরুর পর থেকেই হামাস তার দাবিতে এবং আলোচনার অবস্থানে খুবই স্থির রয়েছে’।

ইসরাইলি এই রাজনৈতিক বিশ্লেষক আরও উল্লেখ করেন, ইসরাইলই এখন দুর্বল অবস্থানে রয়েছে এবং নেতানিয়াহুর সরকারের চালানো ১৫ মাসের যুদ্ধে আসলে দেখানোর মতো কিছুই নেই। কারণ বর্তমানে ইসরাইলি সেনারা নজিরবিহীন সংখ্যায় মারা যাচ্ছে’।

গোল্ডবার্গ মনে করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপলব্ধি করেছেন যে, যুদ্ধ শেষ করা এবং একটি চুক্তি বাস্তবায়ন করাটা তার ভবিষ্যতের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে।

তিনি বলেন, ‘একজন প্রধানমন্ত্রী হিসেবে যুদ্ধ শেষ করেছেন এবং একটি চুক্তি কার্যকর করেছেন—এই পরিচয়টাই নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে’।

এদিকে সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি হামাসের সঙ্গে চুক্তির আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *