Home সারাদেশ নলছিটিতে সাংবাদিক মিজানুর রহমান খান’র মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত।
1 week ago

নলছিটিতে সাংবাদিক মিজানুর রহমান খান’র মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি, ঝালকাঠি সংবাদদাতা:
সংবিধান বিশেষজ্ঞ, গবেষক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান খান’র চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নলছিটিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার( ১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
সরকারী নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে মিজানুর রহমান খান’র স্মরণ সভায় স্মৃতিচারণ করেন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সরকারী নলছিটি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি মিলন কান্তি দাস, বাংলাদেশের খবর পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন মনু, সাংবাদিক তপন কুমার দাস, ইত্তেফাক সংবাদদাতা শরিফুল ইসলাম পলাশ, আমাদের বার্তার নলছিটি প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান,শিক্ষক সনাতন চক্রবর্তী,মোঃ জাহাঙ্গীর হোসেন, শওকত হোসেন, এমদাদুল হক,সৈয়দ মাহফুজ, সাংস্কৃতিক কর্মী প্রভাষ দত্ত প্রমুখ।
স্মৃতিচারণ করতে গিয়ে জ্ঞানতাপস এই বরেণ্যে সাংবাদিক’র জীবনের আলোকিত দিক এবং বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে তার অবদান তুলে ধরেন। উল্লেখ্য এই বরেণ্যে সাংবাদিক ২০২১ সালের ১১ জানুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছর বয়সে অকালে মহাপ্রয়ানের পথে যাত্রা করেন। তার মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে একজন জ্ঞানতাপসকে।
স্মরণ সভা শেষে তার আত্মার শান্তির জন্য দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আঃ কুদ্দুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *