Home অপরাধ শিক্ষার্থীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন ডিএমপির
7 days ago

শিক্ষার্থীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন ডিএমপির

সচিবালয়ের সামনে গতকাল মঙ্গলবার দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও দায়দায়িত্ব নির্ধারণ করে মতামতসহ বিস্তারিত প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দাখিল করবে। কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটার মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ৪০০ থেকে ৫০০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের কয়েকজন সদস্যের অপসারণের দাবি জানিয়ে প্রেসক্লাবের সামনে জমায়েত হন। সেখান থেকে তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন।

পরবর্তী সময়ে শিক্ষা ভবনের সামনে পুলিশের অপর ব্যারিকেডটি ভেঙে সচিবালয়ের মূল গেটের সামনে অবস্থান নেন এবং সচিবালয়ের গেট টপকিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের শান্ত করার চেষ্টা করে এবং ব্যর্থ হলে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য ওই কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *