Home রাজনীতি গণহত্যাকারী ও সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই নাই: মির্জা ফখরুল
2 days ago

গণহত্যাকারী ও সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই নাই: মির্জা ফখরুল

গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে ঠাঁই হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে যোগদানের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা আমার জানা নাই। তবে আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে, দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না।

শীতার্তের কষ্ট নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করেছিলাম সরকার শীতার্তদের পাশে দাঁড়াবেন৷ অথচ আমাদের নজরে তা আসেনি। তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে শীতার্তদের পাশে দাঁড়িয়েছি৷

দলটির মহাসচিব আরো বলেন, দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসন নিশ্চিত করতে হবে। জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট, সে পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই।

এ সময় জেলা বিএনপির সহ সভাপতি মমিনুল হক বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি কায়েসসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *