মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ঠ বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দৈনিক আমার সংবাদ,প্রবাহ প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস টিভি বাগেরহাট জেলা প্রতিনিধি,ও দৈনিক ভোরের দর্পন,লোকসমাজ প্রতিনিধি এম শামীম আহসান মল্লিক।শনিবার (২১ডিসম্বর ) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের এক সভায় আহবায়ক এইচ এম শহিদুল ইসলামের সভাপতিত্বে ক্লাবের কার্যনীবাহী কমিটির সদস্য ও সদ্য বিদায়ী সভাপতি মোঃ আবু সালেহ এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রভাত প্রতিনিধি মোঃরমিজ উদ্দিন শেখ , সহ সভাপতি দৈনিক সংবাদ প্রতিদিন বাগেরহাট জেলা প্রতিনিধি,দৈনিক স্বদেশ প্রতিদিনও দি ডেইলি মনিং গ্লোরি . প্রতিনিধি এস. এম. সাইফুল ইসলাম কবির। সহ -সাধারণ সম্পাদক হিসেবে দক্ষিন অঞ্চল প্রতিনিধি শীব সজল জিশু ঢালী ও সহ সম্পাদক হিসেবে দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধি মোঃ এখলাস শেখ এবং অর্থ ও প্রচার সম্পাদক হিসেবে দৈনিক খুলনা অঞ্চল,ও দ্যা কান্ট্রি টুডে প্রতিনিধি মোঃনাজমুল, তথ্য ও দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক স্বাধীন বাংলা, ও দৈনিক এশিয়ান বানী প্রতিনিধি তাইজুল ইসলাম বাবলুকে নির্বাচিত করা হয়।এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে এম এ জলিল ( দৈনিক ভোরের ডাক)মোঃআবু সালেহ ( দৈনিক খোলা কাগজ)মেজবাহ ফাহাদ (দৈনিক ইনকিলাব, ও খুলনা টাইমস)মোঃ রফিকুল ইসলাম ( দৈনিক প্রবর্তন , ও দৈনিক সংবাদ সারাদেশ)নির্বাচিত হন।
(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা
০১৯১১২১১৯৬৫/০১৭১১৩৭৭৪৫০
তারিখ–২২.১২.২০২৪