নলছিটিতে বিএস টি আই আইন ও পরিমাপ মানদণ্ড আইনে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা।
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে ১৮.১২.২০২৪ তারিখ বুধবার নলছিটি শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে (বেকারি,ব্যাবসা প্রতিষ্ঠানে) পরিবেশ,সঠিক পরিমাপ,পরিচ্ছন্নতা নিশ্চিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন এবং বিএস টি আই সমন্বিত টিম।
এসময় বিএসটিআই আইন ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর বিধান মোতাবেক ২টি প্রতিষ্ঠানকে তাদের বিভিন্ন ত্রুটি প্রমানিত হওয়ায় মোট ৪৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত(মোবাইল কোর্ট) পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিজ্ঞ এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেট জনাব মো নজরুল ইসলাম। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন বি এস টি আই ঝালকাঠি জেলার প্রতিনিধিগন।