Home বিনোদন এবার সবজি চাষী জয়া আহসান
2 weeks ago

এবার সবজি চাষী জয়া আহসান

একেই বলে ‘যে রাঁধে সে চুলও বাঁধে।’ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ক্ষেত্রে অবশ্য বলা যায়, ‘যে অভিনয় করে সে কৃষিকাজও পারে।’ শীতের মৌসুমে সকলেরই মন কাড়ে সবুজে ঘেরা প্রকৃতির অনবদ্য রূপ। এই দৃশ্য থেকে মুখ ফেরানো দায়। অভিনেত্রী জয়া আহসানকেও দেখা গেল তেমনই একটা মুহূর্ত উপভোগ করতে। মন দিয়ে সবজি বাগান সাজালেন অভিনেত্রী।

Jaya Ahsan.1

সবজি বাগানে জয়া আহসান।

কিছুদিন আগেই মুম্বাইয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জয়া। সেখানে জামদানি পোশাক খানিকটা ভিন্নভাবে পরিধান করে সমালোচনার মুখে পড়েন তিনি। সেই রেশ না কাটতেই এবার ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করলেন অভিনেত্রী। এবার কোনো সাজ বা পোশাক দিয়ে নয়, নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করলেন একেবারে সবজি বাগানে।

Jaya Ahsan.2

সবজি বাগানে জয়া আহসান।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া। সেখানে ভিন্নভাবে দেখা মেলে তার। একটি সবজির খামারে সময় দিচ্ছেন জয়া আহসান। শুধু তাই নয়, বাংলার কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সবজি তুলতে। ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা, শালগম- কি না ছিল সেই খামারে! সবই যত্নের সঙ্গে কাস্তে দিয়ে কাটছেন আর তুলছেন।

Jaya Ahsan.3

সবজি বাগানে জয়া আহসান।

যদিও খামারটা কার বা কোথায়, সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি জয়া। তবে ভিডিওতে জয়াকে তখন খুব হাস্যজ্বল ও সাধারণ পোশাকেই দেখা যায়। কেউ একজন তার ভিডিও তুলে দিলেও সেখানে একা ছিলেন না জয়া। অভিনেত্রীকে সঙ্গ দিয়েছে পোষ্য কুকুর ছানাটিও।

সেই ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন, ‘ময়লায় হাত, মাথায় রোদ, প্রকৃতির সাথে হৃদয়, কৃষি জীবনই শ্রেষ্ঠ।’

তবে ভিডিওটি দেখে জয়ার ভক্ত অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। তাদের একাংশ আবার ধারণা করেছেন, এটি জয়ার কোনো নিজস্ব ফার্ম হতে পারে, যেখানে জয়া নিজ হাতে সবজি চাষ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *