Home জাতীয় ইসির সিনিয়র সচিব হলেন আখতার আহমেদ
3 weeks ago

ইসির সিনিয়র সচিব হলেন আখতার আহমেদ

নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব হিসেবে আখতার আহমেদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আখতার আহমেদকে সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ শর্ত অনুযায়ী, তিনি অন্য কোনও পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না।

এই নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে এবং এর মেয়াদ দুই বছর। অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

ইসির সচিব পদে থাকা শফিউল আজিমকে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। উল্লেখ্য, শফিউল আজিম এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

আখতার আহমেদের নিয়োগের মাধ্যমে ইসি সচিবালয়ে নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *