Home সারাদেশ নলছিটিতে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
3 weeks ago

নলছিটিতে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে মহান বিজয় দিবস-২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সমাপ্তি রায়, অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিজয় মেলার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও ১৪ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ নির্দেশনা মেনে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *