Home রাজনীতি গাজীপুরে আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
3 weeks ago

গাজীপুরে আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

গাজীপুরে ৯ বছর আগে করা বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন।

এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলা থেকে তিনি খালাস পেলেন।

মামলায় তারেক রহমান ছাড়াও গাজীপুরের বিএনপি ও জামায়াতের  আরও ৬০ নেতাকর্মী এ মামলা থেকে খালাস পেয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রলবোমা নিক্ষেপে ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন জয়দেবপুর থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতে বিবাদীপক্ষে ড. সহিদউজ্জামান, সিদ্দিকুর রহমান, মুস্তফা কামাল, নাছির উদ্দিনসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *