Home রাজনীতি ভালোভাবে বিদায় নিতে হলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া উচিত সরকারের
3 weeks ago

ভালোভাবে বিদায় নিতে হলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া উচিত সরকারের

অন্তর্বর্তী সরকারকে যদি ভালোভাবে বিদায় নিতে হয় তাহলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত সরকারের দোষররা। এসব ষড়যন্ত্র দু্লিসাৎ করে দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত বর্তমান সরকারের।

খন্দকার মোশাররফ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান সরকার। কিন্তু তাদের মেয়াদ কখনো অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। বর্তমান সরকার যদি ভালোভাবে বিদায় নিতে হয় তাহলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। আর মূল সংস্কারগুলো করবে একটি নির্বাচিত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *