সংবিধান সংস্কারে কমিশনকে আজ মতামত জানাবে বিএনপি
সংবিধান সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। এজন্য আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আলী রিয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে দেখা করবে।
দলীয় সূত্র বলছে, গতকাল সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে নেতারা সংবিধান সংস্কারে সরকারের উদ্যোগ নিয়ে আলোচনা করেন। ওই আলোচনা থেকেই সংবিধান সংস্কার কমিশনের কাছে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এর পাশাপাশি সমসাময়িক আরও অনেক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্রমতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনাসহ সংবিধানের একগুচ্ছ সংস্কার প্রস্তাব এরই মধ্যে চূড়ান্ত করেছে বিএনপি। দলটির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে এসব প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। সোমবার এসব প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনে দেওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে গেছে।
রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। এর মধ্যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার-এই তিন বিষয়কে সংবিধানের মূলনীতি ঘোষণা করাসহ চূড়ান্ত করা সংস্কার প্রস্তাবনা আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছে। এই কমিশন ইতিমধ্যে বিশিষ্ট নাগরিকসহ অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সংবিধান সংস্কারের বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠনের পরামর্শ, মতামত ও প্রস্তাব দেওয়ার সুযোগ রেখেছিল কমিশন।
সোমবার পর্যন্ত সংবিধান সংস্কার নিয়ে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ৪৭ হাজার ৯৭ জন মতামত দিয়েছেন। এ ছাড়া ২৮ সংগঠন, সুশীল সমাজের ২৩ জন প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে কমিশন। এখন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে।