Home জাতীয় আবারও ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন
4 weeks ago

আবারও ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

এ দিন কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান।

আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্র পক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরার জসিম উদ্দিন মোড়ে আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। বিকেল সাড়ে ৪টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন ফজলুলসহ আরও অনেকে। রাত ৯টা ১৯ মিনিটের দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল। এ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছয় নম্বর এজাহারনামীয় আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *