Home খেলা সভাপতি হয়ে যে কোচকে ব্রাজিলের দায়িত্ব দিতে চান রোনালদো
নভেম্বর ১৮, ২০২৪

সভাপতি হয়ে যে কোচকে ব্রাজিলের দায়িত্ব দিতে চান রোনালদো

ব্রাজিল ফুটবলের এমন ছন্নছাড়া অবস্থা হবে, কে ভেবেছিল! ২০২২ বিশ্বকাপ ফুটবলের পর থেকেই সেলেসাওদের চেনা দুষ্কর। মাঠের ফুটবলে নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে দলটি। একের পর এক কোচ বদলেও দিন ফিরছে না।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার থেকে বিদায়ের পর কোচের দায়িত্ব ছাড়েন তিতে। এরপর ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজের হাত ঘুরে দায়িত্ব এখন দরিভাল জুনিয়রের কাঁধে। সুদিন তবু সুদূরপরাহত!

বিশ্বকাপের পর কোপা আমেরিকাতেও ব্যর্থতার গল্প লিখেছে ব্রাজিল। একসময় যে বিশ্বকাপ বাছাইয়ে রাজত্ব করত সেলেসাওরা, এখন সেখানে তারা ‘মিড টেবিল’ দল।

এই দুরবস্থা থেকে ব্রাজিল ফুটবলকে টেনে তুলতে চান ২০০২ সালে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের মহাতারকা রোনালদো নাজারিও। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি দেশের ফুটবলের খোলনলচে পাল্টে দিতে চান তিনি। কোচ হিসেবে নিয়ে আসতে চান ক্লাব ফুটবলের সর্বজয়ী স্প্যানিয়ার্ড পেপ গার্দিওলাকে।

সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, রোনালদো সম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরো মালিকানা ছেড়ে দিয়েছেন। তার সব প্রস্তুতি এখন আগামী বছর সিবিএফের নির্বাচনকে ঘিরে, সেখানে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।

বর্তমান প্রেসিডেন্ট এনদালদো রদ্রিগেজের মেয়াদ ২০২৬ সালের মার্চে শেষ হলেও সিবিএফের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর। ধারণা করা হচ্ছে, রদ্রিগেজ আবারও নির্বাচনে দাঁড়াবেন। তবে রোনালদোও যদি শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে আসেন, তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে রদ্রিগেজকে।

স্পোর্ত জানিয়েছে, ব্যবসা, সামাজিক এবং রাজনৈতিক দুনিয়াতে রোনালদোর নেটওয়ার্কিং দারুণ। আর সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে তার। এসবই আসন্ন সিবিএফ নির্বাচনে তার সভাপতি হওয়ার পথ প্রশস্ত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *