Home জাতীয় ‘এই ট্রাইব্যুনাল ব্যবহার করে বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে আ.লীগ’
নভেম্বর ১৮, ২০২৪

‘এই ট্রাইব্যুনাল ব্যবহার করে বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে আ.লীগ’

মানবতাবিরোধী অপরাধে জড়িতের অভিযোগে আওয়ামী লীগ নেতাদের বিচার দেখতে এসে প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র মাসুদ বিন সাঈদী বলেছেন, আওয়ামী লীগ এ ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশকে বিভাজন করেছে। এ ট্রাইব্যুনালকে ব্যবহার করে দেশের বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে। সে ট্রাইব্যুনাল আবার প্রস্তুত হয়েছে। আমরা বিশ্বাস করি, এ ট্রাইব্যুনালে এখন ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাঈদী পুত্র।

মাসুদ বিন সাঈদী বলেন,  আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না । আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। তারা জুলুম করেছে, জুলুমের বিচার হচ্ছে; এটাই দেখতে এসছি।

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।  সেখানে তাদের দেখতে যান মাসুদ বিন সাঈদী।

এদিকে গত ১৫ অক্টোবর মাসুদ বিন সাঈদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘ট্রাইব্যুনাল ইজ রেডি। এবার আসো খেলা হবে! খুনি হাসিনার বানানো আইনে এবং তারই বানানো ট্রাইব্যুনালে হাসিনা আর তার দোসরদের বিচার হবে ইনশাআল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *