ইংল্যান্ডের রান পাহাড় ডিঙিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই ভাগিয়ে নিয়েছে ইংল্যান্ড। লক্ষ্য ছিল চতুর্থ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের পথে এগিয়ে যাওয়া। সে লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে রান পাহাড়ও গড়েছিল সফরকারীরা। তবে সেটি হতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক ইংলিশদের রান পাহাড় ডিঙিয়ে ম্যাচে জয় তুলেছে ৬ বল ও ৫ উইকেট হাতে রেখে।
চতুর্থ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২১৮ রান জমা করে ইংল্যান্ড। যা এক ওভার হাতে রেখেই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে পাঁচ ম্যাচের সিরিজে এখন ৩-১ ব্যবধান।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে ফিল সল্টের ৩৫ বলে ৫৫, উইল জ্যাকসের ১২ বলে ২৫, অধিনায়ক জস বাটলারের ২৩ বলে ৩৮ ও অপরাজিত জেকব বেথেলের ৩২ বলে ৬২ রানের সুবাদে স্কোরবোর্ডে ২১৮ রানের শক্ত ভিত পায় ইংল্যান্ড।
জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়ে দলীয় শত রান পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইসের ৩১ বলে ৬৮ ও শাই হোপের ২৪ বলে ৫৪ রানের ইনিংসে জয়ের ভিত গড়ে ফেলে ক্যারিবীয়রা। এরপর অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৩ বলে ৩৮ ও শেষ দিকে শেফরান রাদারফোর্ডের অপরাজিত ১৭ বলে ২৯ রানে ভর করে এক ওভার হাতে রেখেই ম্যাচে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে আজ রাত ২টায়। এরপর বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা। যেই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২২ নভেম্বর।