Home জাতীয় কাদের ‘ক্ষমতালোভী’ বললেন সমন্বয়ক আব্দুল কাদের?
নভেম্বর ১৬, ২০২৪

কাদের ‘ক্ষমতালোভী’ বললেন সমন্বয়ক আব্দুল কাদের?

‘ক্ষমতার লোভ খুবই খারাপ জিনিস, মানুষকে হিতাহিতজ্ঞানশূন্য করে দেয়।’ফেসবুকে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের।

তিনি লিখেছেন, কেউ নিজেরে মর্ডারেট হিসেবে জানান দিতে উঠে পড়ে লাগে, কেউ আবার ফ্যাসিস্টকে ‘ফ্যাসিস্ট’ বলতে নারাজ।

আব্দুল কাদের আরও লিখেছেন, অন্যরা তো আবার এককাঠি সরেস- ফ্যাসিবাদের পিতার ছবি সরানো নিয়ে মায়াকান্না জুড়ে দেয়! কে কার চেয়ে বেশি সুশীলতা দেখাবে, সেটা নিয়ে ক্ষমতা প্রত্যাশীদের প্রতিযোগিতা চলতেছে রমরমা। অথচ কথা ছিল, এতো এতো রক্ত আর জীবনের পরে খুনীদের জন্য কোনো মায়াকান্না করা যাবে না, সুশীলতা দেখানো যাবে না, দলের চেয়ে রাষ্ট্রের স্বার্থ মূখ্য হবে; কিন্তু ক্ষমতার লোভ সবকিছু তছনছ করে দিচ্ছে…।

সম্প্রতি কয়েকটি বড় দলের শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করেই মূলত পোস্টটি করেছেন আব্দুল কাদের।

গত বুধবার লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। আমি কোনো মৌলবাদী মুসলমান না, আর মৌলবাদ খারাপ কিছু নয়।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি। তবে এ বক্তব্যের জন্য পরে দুঃখপ্রকাশও করেছিলেন এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *