Home সারাদেশ নলছিটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দালাল বিহীন “স্বস্তির বাজারে” ভোক্তার স্বস্তি।
নভেম্বর ১৪, ২০২৪

নলছিটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দালাল বিহীন “স্বস্তির বাজারে” ভোক্তার স্বস্তি।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষক থেকে সরাসরি ভোক্তার কাছে কৃষি পণ্য,শাক সবজি,মাছ,ডিম সহ নানান পণ্যের সমাহার নিয়ে আয়োজন করা হয়েছে কৃষকের পণ্যে ভোক্তার বাজার “স্বস্তি”র বাজার। উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকালে শুরু হয়েছে এই দালাল বা মধ্যসত্বভোগী বাদ দিয়ে কৃষকের পণ্যে ভোক্তার বাজার “স্বস্তি”।
সরেজমিনে দেখা যায় এই বাজারে ভোক্তারা সুলভ মূল্যে বিভিন্ন শাক-সবজি, ডিম, দুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কম মূল্যে ক্রয় করতে পারছেন।বাজারদরের থেকে কমে পণ্য পেয়ে বেশ খুশি ক্রেতারাও।একইসাথে এখানে দুস্থদের জন্য রয়েছে “দুস্থদের জন্য স্বস্তি” নামে আলাদা কর্নার। যেখানে যে কোন ক্রেতারা তাদের ইচ্ছেমতো পণ্য ক্রয় করে দান করতে পারেন এবং উক্ত পন্য থেকে যারা দুস্থ রয়েছেন তাদের মাঝে নিরামূল্যে বিতরণের ব্যবস্থা রয়েছে। উপজেলা প্রশাসনের বরাতে জানা যায় প্রাথমিকভাবে আগামী ৭ দিনের জন্য এই বাজার চালু রাখা হবে।তবে ক্রেতাসাধারণের মতামতের প্রেক্ষিতে সময় বর্ধিত হতে পারে।।তবে ক্রেতাসাধারণের মতামতের প্রেক্ষিতে সময় বর্ধিত হতে পারে।সুলভ মূল্যে বাজারদরের থেকে কমে পণ্য কিনতে পেরে খুশি রয়েছেন ভোক্তারাও।আবার দালাল ছাড়া নিজেদের উৎপাদিত পন্য সরাসরি বিক্রি করতে পেরে খুশি কৃষকরাও।
বৃহস্পতিবার সকালে এই উদ্যোগ ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো নজরুল ইসলাম,এসময় নাগরিকরা তার এই উদ্যোগকে স্বাগত জানান এবং উচ্ছাস প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো নজরুল ইসলাম জানান,নাগরিকদের স্বস্তি দিতেই উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি দপ্তর, প্রানি সম্পদ দপ্তরের সহযোগিতায় এই উদ্যোগ নেয়া হয়েছে।নাগরিকদের চাহিদা থাকলে যতদিন সম্ভব এরকম ব্যবস্থা চালু রাখা হবে যাতে ভোক্তারা কিছুটা কম মূল্যে তাদের পণ্য সংগ্রহ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *