আমলাতন্ত্রের সঙ্গে জনগণের দূরত্ব কমাতে কাজ করব: আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, ‘আমলাতন্ত্র সবসময় জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলতো। কিন্তু তারা জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন। মাঠ প্রশাসন ও সরকারের সঙ্গে জনগণের এই দূরত্ব কমিয়ে আনতে কাজ করব।’
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে এর সবগুলোই প্রায় অকেজো। আমরা এ সকল স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্য বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘এই অঞ্চলে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের পথ মওলানা ভাসানী দেখিয়ে গিয়েছেন। ২৪শে এতো রক্তের পরেও আমরা মওলানা ভাসানীর ভাষায় বলতে চাই আমাদের সংগ্রাম শেষ হয় নাই।’
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন।