Home বিনোদন উপদেষ্টা হওয়ায় ফারুকীকে অভিনন্দন মিশার
নভেম্বর ১২, ২০২৪

উপদেষ্টা হওয়ায় ফারুকীকে অভিনন্দন মিশার

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। শপথ নেওয়ার পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পেয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ফারুকীকে একের পর এক উষ্ণ বার্তা দিচ্ছেন দেশের শোবিজ তারকারা।

সোমবার সকালে ফারুকীকে শুভেচ্ছা জানিয়ে ঢাকাই সিনেমার খলনায়ক মিশা সওদাগর লেখেন, ‘আমাদের গোত্রের কথা বলার জন্য একজন নিজস্ব যোগ্যতা সম্পন্ন লোকের প্রয়োজন। ভালো ডিসিশন, অভিনন্দন ফারুকী ভাই।’

ফারুকীকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক স্বপন আহমেদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী ভাইকে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। অভিনন্দন ফারুকী ভাই, আশা করি এখন থেকে শিল্পী, শিল্পপ্রেমী, মিডিয়া, নাটক, সিনেমা এবং এই অঙ্গনের মানুষদের জন্য কোনো বাধা থাকবে না। আমাদের কমিউনিটি থেকে তার চেয়ে যোগ্য প্রতিনিধি আর কে হতে পারে! আমরা অত্যন্ত আনন্দিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *