Home রাজনীতি দিনভর ঢাকার রাজপথ ছিল বিএনপির দখলে
নভেম্বর ১০, ২০২৪

দিনভর ঢাকার রাজপথ ছিল বিএনপির দখলে

‘গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের সব ষড়যন্ত্র প্রতিহত করা এবং বিচারের দাবিতে’ রোববার রাজধানীজুড়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। সকাল থেকেই রাজধানীর সব প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা।

পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনও অবস্থান কর্মসূচি পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, তেজগাঁও, তিতুমীর, বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও আশপাশের এলাকার দিনভর নানা কর্মসূচি পালন করতে দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের।

নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা দিলে রোববার ভোর থেকেই ঢাকার রাজপথ দখলে নেয় বিএনপিসহ অঙ্গ সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এছাড়াও দলের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের পোস্টার, ব্যানার, পেস্টুন ও বিলবোর্ড অপসারণ করেন।

ঢাকার সব প্রবেশপথসহ বায়তুল মোকাররম, হাউজ বিল্ডিং, পল্টন মোড়, মুক্তাঙ্গন, সচিবালয় এলাকা, জিরো পয়েন্ট, গুলিস্তান, দৈনিক বাংলা মোড়, প্রেসক্লাব, বিজয়নগর, রামপুরা, নিউ মার্কেট, শ্যামলী, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, বনানী, গুলশান, তেজগাঁও, ফামগেট, পল্ল­বী এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন। ক্ষণে ক্ষণে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারের দাবি জানান তারা।

এদিন সকালে গুলিস্তান, পল্টন, মতিঝিলসহ বিভিন্ন এলাকায়  বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। মিছিলে নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, সাবেক যুগ্ম আহ্বায়ক আশিফুর রহমান বিপ্লব, জাকির আহমেদ বাবু, পল্টন থানা যুবদলের টিপু, খলিল, মনা, লিওন, মামুন, হালিম, শামীম প্রমুখ।

এ সময় ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা’-এর লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *