Home বিনোদন ‘এক দফা’ মেনে নিলেন মেহজাবীন!
নভেম্বর ৯, ২০২৪

‘এক দফা’ মেনে নিলেন মেহজাবীন!

টিভি নাটকে এখন মেহজাবীন চৌধুরীকে দেখা যায় না বললেই চলে। সিনেমা এবং ওটিটি নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। তবে ছোটপর্দায় মেহজাবীন মিস করছেন তার ভক্তরা। মেহজাবীন যেন আবার ছোটপর্দায় নিয়মিত হন, সেজন্য ‘এক দফা’ দাবি জানিয়েছিলেন তারা।

বেশ কয়েক সপ্তাহ সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড মেহজাবীন ভক্তরা শেয়ার দিচ্ছেন, যাতে লেখা-এক দফা, এক দাবি; মেহজাবীন আপুকে রোমান্টিক নাটকে চাই’। অবশেষে ভক্তদের দাবি মেনে নিয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, নির্মাতা প্রবীর রায় চৌধুরীর রোমান্টিক ঘরানার নাটকের সিরিজ ‘বেস্ট ফ্রেন্ড’-র নতুন কিস্তিতে দেখা যাবে মেহজাবীনকে। ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ শিরোনামের এই নাটকে তার বিপরীতে অভিনয় করবেন জোভান।

আগামী বছরের ভালোবাসা দিবসে প্রচারের লক্ষ্য নাটকটি নির্মাণ করা হবে।

এ নাটকে অভিনয়ের কথা নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যমকে মেহজাবীন বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৫ সালের ভালোবাসা দিবসে আবারও একসঙ্গে কাজ করার। আমি আশা করি, ২০১৮ এবং পরবর্তী সিরিজের সময় যে ভালোবাসা আমরা পেয়েছিলাম, এবারও সমান ভালোবাসা পাব।’

২০১৮ সালে ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকে প্রথমবার প্রবীর রায় চৌধুরীর সঙ্গে কাজ করেছেন মেহজাবীন চৌধুরী। এরপর ‘বেস্ট ফ্রেন্ড ২’ ও ‘বেস্ট ফ্রেন্ড ৩’ মুক্তি দিয়েছেন নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *