Home সারাদেশ সাবেক মন্ত্রী আমমির হোসেন আমু গ্রেফতার,ঝালকাঠিতে উচ্ছাস।
নভেম্বর ৬, ২০২৪

সাবেক মন্ত্রী আমমির হোসেন আমু গ্রেফতার,ঝালকাঠিতে উচ্ছাস।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ
হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারের খবর ছড়িয়ে পরায় ঝালকাঠি এবং নলছিটিতে উচ্ছাদ দেখা গেছে সর্বত্র, এমনকি আওয়ামী লীগের নিপীড়িত বঞ্চিত নেতা কর্মীরাও উচ্ছাস প্রকাশ করেছেন।দলীয় ত্যাগী নেতাকর্মীদের কোনঠাসা করে রাখার অভিযোগও ছিলাও তার বিরুদ্ধে।সোশাল মিডিয়া জুড়েই চলছে তার গ্রেফতারের খবর নিয়ে হই হই রোল।অনেকেই মন্তব্য করেছেন ঝালকাঠির মিস্টির দোকানের কি খবর!,দানবাক্সের মালিক গ্রেফতার ইত্যাদি।
আমির হোসেন আমুর বিরুদ্ধে কথা বলার সাহস ছিলো না জেলার কারোরই।সেই আতংক কাটেনি পুরোপুরি এখনো।তাই চাপা হলেও উচ্ছাসে কমতি নেই যেনো কারোই।
এর আগে আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়। পাশাপাশি সব ব্যাংকের কাছে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গত ১৮ আগস্ট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ বিষয়ে নির্দেশনা দেয় বিএফআইইউ। চিঠিতে বলা হয়, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা তার বাড়িটি পুড়িয়ে দেয়। এ সময় ডলার সহ কযেক বস্তা নগদ টাকা পুড়ে যায়।
গত ৫আগস্ট থেকে থেকে আমু পলাতক থাকলেও এপর্যন্ত তার বিরুদ্ধে হত্যাসহ মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *